Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসিএমএবি ‘বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড’ পেল বিএটি বাংলাদেশ

সারাবাংলা ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২১ ২২:১৬ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২১ ২২:২৪

ঢাকা: ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে ‘বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০১৯’ হিসেবে ‘স্বর্ণ পদক’ পেয়েছে বিএটি বাংলাদেশ। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সুশাসন পর্যালোচনা করে বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দিয়ে থাকে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)।

সম্প্রতিকালে রাজধানীর হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এ্যাক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন এবং সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) প্রেসিডেন্ট এ কে এম দেলোয়ার হোসেন।

বিএটি বাংলাদেশের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেহ্জাদ মুনীম এবং ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর কে এইচ মাসুদ সিদ্দিকি অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

২০১৬ সাল থেকে পর পর চারবার এই পুরস্কার পেল বিএটি বাংলাদেশ।

সারাবাংলা/এমআই

বিএটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর