শেখ হাসিনাকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে আমন্ত্রণ বিএনপির
২৭ ফেব্রুয়ারি ২০২১ ২০:২৮ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৩১
ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে দলটি।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য বিজন কান্তি সরকার ও বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী আমন্ত্রণপত্রটি আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে পৌঁছে দেন।
এর আগে একই দিন দুপুরে হোটেল লেকশোরে গণমাধ্যমেরকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র অবশ্যই আওয়ামী লীগের কাছে যাবে। আজকেই যাবে।’
তার এই বক্তব্যের পর পরই বিএনপির প্রতিনিধি দল আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে আমন্ত্রণ পত্রটি পৌঁছে দেন।
সারাবাংলা/এজেড/পিটিএম
আমন্ত্রণ টপ নিউজ বিএনপি শেখ হাসিনা স্বাধীনতার সূবর্ণজয়ন্তী অনুষ্ঠান