আইন নিজ গতিতে চলছে, চলবে: প্রধানমন্ত্রী
২৭ ফেব্রুয়ারি ২০২১ ১৭:১৬ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২১ ১৯:০৮
ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আইনের প্রয়োগ হচ্ছে নাকি অপপ্রয়োগ হচ্ছে তা দৃষ্টিভঙ্গির ব্যাপার। এটি আপেক্ষিক বিষয়। আইন নিজ গতিতে চলছে এবং চলবে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।
আরও পড়ুন-
- ‘আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ’
- উন্নয়নশীল বাংলাদেশ, মুজিববর্ষে অনন্য মাইলফলকে দেশ
- এলডিসি থেকে উত্তরণ আপামর জনসাধারণের কৃতিত্ব: প্রধানমন্ত্রী
- ‘স্বল্পোন্নত থেকে উত্তরণের মানদণ্ডগুলো ভালোভাবে পূরণ করেছে দেশ’
প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ যদি অপরাধ না করে তাহলে আইনে তার সাজা হবে না। কিন্তু এটাও দেখতে হবে কেউ এমন কোনো কাজ করছেন কি না যে কারণে দেশের ক্ষতি হচ্ছে কী না, জনগণের ক্ষতি হচ্ছে কী না?’
ডিজিটাল বাংলাদেশের সুবিধা উল্লেখ করে তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ হয়েছিল বলেই আমরা অর্থনীতির চাকাটি গতিশীল রাখতে পেরেছি। এই যে মহামারি চলছে, ডিজিটাল বাংলাদেশ করতে পেরেছি বলেই মহামারির মধ্যেও আপনাদের সবার সঙ্গে দেখা হওয়ার সুযোগ পেয়েছি।’
সারাবাংলা/একে