Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবর্জনার স্তুপ থেকে নিখোঁজ গৃহবধূর লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৩১

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার হোগলাপাড়া গ্রামে নিখোঁজের দুইদিন পর রেশমা নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাড়ির পাশের আবর্জনার স্তুপ থেকে রেশমার মরদেহ উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি।

এলাকাবাসী জানান, এক বছর আগে কুমারখালীর হোগলাপাড়া গ্রামের ওহাবের ছেলে সুমনের সঙ্গে তেবাড়িয়া গ্রামের রেফাজের মেয়ে রেশমার বিয়ে হয়। সুমন মাদকাসক্ত থাকায় বিয়ের পর থেকেই পারিবারিক কলহ চলছিল। এর মধ্যে গত বৃহস্পতিবার রাত থেকেই রেশমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পর শনিবার ভোরে বাড়ির পাশে দুর্গন্ধের উৎস খুঁজতে খড়ের আবর্জনা সরালে নিহত রেশমার লাশ দেখতে পাওয়া যায়। থানায় খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

নিহতের পরিবারের সদস্যরা দাবি করেন, রেশমার মাদকাসক্ত স্বামী তাকে নির্যাতন করে হত্যার পর মৃতদেহ আবর্জনায় মধ্যে চাপা দিয়ে রাখেন।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, নিহতের স্বামী পলাতক রয়েছে। তাকে ধরার জন্য জোর চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সারাবাংলা/এনএস

কুষ্টিয়া গৃহবধূর মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর