ভ্যাকসিন নিলেন তোফায়েল আহমেদ
সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৩২ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২১ ১৭:১৪
২৭ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৩২ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২১ ১৭:১৪
ঢাকা: করোনার ভ্যাকসিন নিয়েছেন আওয়ামী লীগের জেষ্ঠ্য নেতা ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদের মেডিকেল সেন্টারে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার ভ্যাকসিন নিয়েছেন তিনি।
গত ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্যাটেন্টে তৈরি ‘কোভিশিল্ড’ ব্র্যান্ডের ভ্যাকসিন দেশব্যাপী জনসাধারণ পর্যায়ে প্রয়োগ শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল পদ্ধতিতে যুক্ত হয়ে ওই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
সারাবাংলা/ইএইচটি/এএম