সাতক্ষীরায় ট্রাক চাপায় ২ ইটভাটা শ্রমিক নিহত
২৭ ফেব্রুয়ারি ২০২১ ১১:২৫
সাতক্ষীরা: মাটি বহনকারী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে তিনটার দিকে শহরের অদূরে তালতলা বিজিবি ব্যাটেলিয়ন হেড কোয়াটারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার বকচরা গ্রামের সামাদ সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩৩) ও একই গ্রামের ইসরাফ সরদারের ছেলে মোহাম্মদ আলী (৪২)।
বকচরা গ্রামের কাছিরউদ্দিন লস্কর জানান, সাত শ্রমিক বাইসাইকেল যোগে বি.বি.ব্রিকস ইটভাটায় কাজ করতে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মনিরুল ও মোহাম্মদ আলীকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. বুরহানউদ্দিন এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এএম