Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারাগারে লেখক মুশতাকের মৃত্যু, ১৩ দেশের রাষ্ট্রদূতের উদ্বেগ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২১ ১১:০৬

ঢাকা: ডিজিটাল সিকিউরিটি আইনে বন্দি থাকা অবস্থায় কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে উন্নত দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন ফর ইকোনমিক করপোরেশন অ্যান্ড ডেভেলপমেন্টভুক্ত (ওইসিডি) ১৩টি দেশের রাষ্ট্রদূতরা।

ঢাকাস্থ রাষ্ট্রদূতরা এক যৌথ বিবৃতিতে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) এই উদ্বেগ প্রকাশ করেন। কী পরিস্থিতিতে মুশতাক আহমেদের মৃত্যু ঘটেছে—তার দ্রুত, স্বচ্ছ ও স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূতরা।

বিজ্ঞাপন

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে গত বছর মে মাসে আটক হওয়া লেখক মুশতাক আহমেদ কাশিমপুর কারাগারে বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত এবং যুক্তরাজ্য ও কানাডার হাইকমিশনাররা।

মুশতাক আহমেদের বিরুদ্ধে ফেসবুকে একটি বিদ্রূপাত্মক কার্টুনের ক্যাপশন দেওয়া এবং সরকারের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগে মামলা করা হয়েছিল।

সরকার বলছে, মুশতাক আহমেদের মৃত্যুর কারণ যাই হোক—তদন্ত করে দেখা হবে।

রাষ্ট্রদূতরা বিবৃতিতে আরও বলেন, ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টের ধারাগুলো এবং তার বাস্তবায়ন ও আন্তর্জাতিক মানবাধিকার আইনগুলোর সঙ্গে এর সঙ্গতিবিধান নিয়ে তাদের যে উদ্বেগ; তা নিয়ে তারা বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ করে যাবেন।

গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি মুশতাক আহমেদ ছয়বার জামিন আবেদন করলেও তা নাকচ হয়ে যায়। সামনের সপ্তাহে হাইকোর্টে তার জামিন শুনানির কথা ছিল।

বিজ্ঞাপন

কারাবন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে দুই সদস্যবিশিষ্ট ওই কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন- গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী ও উম্মে হাবিবা ফারজানা।

সারাবাংলা/একে

টপ নিউজ ডিজিটাল নিরাপত্তা আইন লেখক মুশতাক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর