Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুশতাক আহমেদের মৃত্যু, ২ সদস্যের তদন্ত কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২১ ১০:৪৪ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২১ ১১:৪৩

গাজীপুর: কারাবন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে দুই সদস্যবিশিষ্ট ওই কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন- গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী ও উম্মে হাবিবা ফারজানা।

তদন্ত কমিটি গঠনের বিষয়ে ডিসি তরিকুল ইসলাম জানান, কাশিমপুর কারাগারে বন্দি মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনা তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার লেখক মুশতাক আহমেদ গত বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। সন্ধ্যায় অসুস্থ অবস্থায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সোয়া আটটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গত বছরের ৫ মে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে মুশতাক আহমেদকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। এরপর দফায় দফায় জামিন আবেদন করলেও বারবারই তা নাকচ হয়। সবশেষ ২৪ ফেব্রুয়ারি তার জামিন আবেদন নাকচ করেন আদালত।

সারাবাংলা/এএম

টপ নিউজ ডিজিটাল আইন মুশতাক আহমেদ

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর