Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড়িতে ঢুকে কলেজ ছাত্রীকে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৪০

ফাইল ছবি

গাইবান্ধা: জেলার সাঘাটা উপজেলায় প্রকাশ্যে দিনদুপুরে বাড়িতে ঢুকে সুলতানা আক্তার (১৬) নামে এক কলেজ ছাত্রীকে গলাকেটে হত্যা করা হয়েছে। প্রেমিক রাসেলসহ দুই যুবকের বিরুদ্ধে হত্যা করার এই অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভরতখালি ইউনিয়নের দক্ষিণউল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

সুলতানা ওই গ্রামের ক্বারী আমিনুল ইসলামে মেয়ে। সে স্থানীয় উদয়ন ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিল।

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, রাসেলের সঙ্গে সুলতানার প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের টানাপোড়েনে শুক্রবার দুপুরে স্থানীয় উজ্বল মিয়ার ছেলে রাসেলসহ দুই যুবক বাড়িতে ঢুকে প্রকাশ্যে ছুরি দিয়ে সুলতানাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন জানান, খবর পেয়ে বিকেলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রেমঘটিত ঘটনার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

সারাবাংলা/এমও

কলেজ ছাত্রী খুন গলা কেটে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর