বনানীতে বিএনপির মশাল মিছিল, পুলিশ দেখে দৌড়
সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২১ ২১:১৮ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২১ ২১:৪৭
২৬ ফেব্রুয়ারি ২০২১ ২১:১৮ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২১ ২১:৪৭
ঢাকা: রাজধানীর বনানী-কাকলী সড়কের ইকবাল সেন্টারের সামনে বিএনপির নেতাকর্মীরা মশাল মিছিল করেছে। এরপর পুলিশ এসে ধাওয়া দিলে মশালগুলো রাস্তায় ফেলে নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যায়।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বিএনপির নেতাকর্মীরা এই মশাল মিছিল করেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম বলেন, অনুমতি ছাড়াই বিএনপির নেতাকর্মীরা হঠাৎ করেই মশাল মিছিল বের করে। তখন পুলিশ তাদের থামানোর চেষ্টা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপির নেতাকর্মীরা মশালগুলো রাস্তায় ফেলে দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
ঝটিকা মিছিলের বিষয়ে বিএনপির একাধিক নেতাকে সারাবাংলার পক্ষ থেকে কল করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সারাবাংলা/ইউজে/এনএস