Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কীর্তন আয়োজন নিয়ে গ্রামবাসীর মধ্যে বিভক্তি, ১৪৪ ধারা জারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২১ ২০:০৫

ফাইল ছবি

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহারা ইউনিয়নের ঘুঙ্গিয়ারগাঁও গ্রামে তিনদিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে শাল্লা উপজেলা প্রশাসন। কীর্তন আয়োজন নিয়ে গ্রামবাসীর মধ্যে বিভক্তি দেখা দেওয়ায় উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে শাল্লা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আল মোক্তাদির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শাল্লা উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও গ্রামে স্থানীয় মহাদেব গাছতলা কীর্তনকে কেন্দ্র করে এক গ্রাম দুইভাগে বিভক্ত হয়ে একই জায়গায় এক সময়ে কীর্তন করতে চাচ্ছে গ্রামবাসী। এ নিয়ে গত কয়েকদিন শাল্লা গ্রামে উত্তেজনা বিরাজমান। ফলে এক গ্রাম দুই ভাগে বিভক্ত হওয়ার কারণে ঘুঙ্গিয়ারগাঁও গ্রামে স্থানীয় মহাদেব গাছতলা ৪০০ শত গজের মধ্যে শুক্রবার বিকেল ৩টা থেকে আগামী (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টা পর্যন্ত কোনো ধরনের চলাফেরা, সমাবেশ, কীর্তনসহ কিছু করা যাবে না উল্লেখ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

শাল্লা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.আল মোক্তাদির হোসেন জানান, এক গ্রাম দুই ভাগে বিভক্ত হয়ে একই স্থানে কীর্তন করতে চাচ্ছে। এ নিয়ে গত কয়েক দিন যাবৎ ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে ওই এলাকায় ৩ দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সারাবাংলা/একে

১৪৪ ধারা জারি কীর্তন

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর