Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় ব্যাটারিচালিত ভ্যান উল্টে একজন নিহত

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৫৬

চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস গ্রামে ব্যাটারিচালিত ভ্যান উল্টে শিপন আলী (৩২) নামের একজন নিহত হয়েছেন। নিহত শিপন আলী উপজেলার পাইকপাড়া গ্রামের মরহুম ইদ্রিস আলীর ছেলে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাতটার দিকে আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এদিন দুপুর ১টার দিকে শিপন আলী সদর হাসহাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

ঘোলদাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল গাফফার জানান, সকালে নিজের ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে ঘোলদাড়ী বাজারে যাচ্ছিলেন শিপন আলী। ওই ভ্যানে একজন নারী ও শিশু ছিল।

আইলহাঁস গ্রামে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দেয়ালের সঙ্গে ধাক্কা খায় ভ্যানটি। এতে গুরুতর আহত হয় শিপন আলী। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান এসআই আব্দুল গাফফার।

সারাবাংলা/এমও

ব্যাটারিচালিত ভ্যান সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর