Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুশতাকের মৃত্যু মানবাধিকার লঙ্ঘন: জাতীয় মানবাধিকার সমিতি

সারাবাংলা ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২১ ১৬:২৮ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২১ ১৬:২৯

ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যু মানবাধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেছে জাতীয় মানবাধিকার সমিতি।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব অ্যাডভোকেট সাইফুল ইসলাম সেকুল ও সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন বলেন, ‘অবিলম্বে লেখক মুশতাক হত্যার বিচার করতে হবে। নিরাপত্তা আইন বাতিল করে অবিলম্বে সমস্ত লেখক, কলামিস্ট, ব্লগারসহ যাদেরকে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক করা হয়েছে তাদের মুক্তি দিতে হবে।’

বিজ্ঞাপন

বিবৃতিতে মানবাধিকার সমিতির নেতারা গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, ‘যে দেশে লিখে জেলখানায় মরতে হয়, চাপাতির কোপে মস্তক বিচ্ছিন্ন হয়। সে দেশে মানবাধিকার প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।’

মানবাধিকার সমিতির নেতারা বলেন, ‘ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশ থেকে পালিয়ে যায়, তারা জামিনে মুক্ত হয়, অথচ সামান্য লেখার জন্য, কথা বলার জন্য, সমালোচনা করার জন্য লেখক মুশতাককে কারাগারে মরতে হয়। অসুস্থ থাকার পরও জামিন পায় না, সেখানে আইনের শাসন প্রশ্নবিদ্ধ।’

সারাবাংলা/একে

টপ নিউজ ডিজিটাল নিরাপত্তা আইন মোসতাক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর