Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় সরকারি খাল দখল করে মাটি ভরাটের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২১ ১৬:১১

নেত্রকোনা: জেলার মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের মাঝিপাড়া খাল দখল করার অভিযোগ উঠেছে প্রভাবশালী ফারুক চৌধুরীর বিরুদ্ধে।

মদন উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, গোবিন্দশ্রী গ্রামের নাসিরউজ্জিয়াল হাটি ও মাঝিপাড়ার মাঝখানে অবস্থিত এ খালটি। যার দাগ নং ৩৯৯৫। এ দাগে খালের জায়গা রয়েছে ২৮ শতক। এছাড়াও ৪০১২ দাগের জমি রয়েছে ২৭ শতক এর মধ্যে মালিকানা জায়গা রয়েছে ৯ শতক।

অভিযোগ সূত্রে জানা যায়, গোবিন্দশ্রী গ্রামের নসিরউজ্জিয়াল হাটি ও মাঝিপাড়া মাঝখানে অবস্থিত খালটি দখল করে মাটি ভরাট করেছেন গোবিন্দশ্রী গ্রামের প্রভাবশালী মো. ফারুক চৌধুরী। গ্রামবাসীর বাধা উপেক্ষা করে মাটি ভরাট করে দখল করছেন তিনি। খালের মধ্যে অবৈধভাবে বন্দোবস্ত নিয়ে সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্দ নিয়ে নির্মাণ করেছেন।

সরেজমিনে জানা যায়, এই খাল দিয়ে বর্ষা মৌসুমে ধান বহনকারী (ব্যাপারী নৌকা) চলাচল করত।

অভিযুক্ত ফারুক চৌধুরী বলেন, ‘এটা আমার বন্দোবস্তকৃত জায়গা, সরকার আমাকে বন্দোবস্ত দিয়েছে এবং সরকারি একটি ঘর পেয়েছি যা এখানে নির্মাণ করা হয়েছে। সরকার যদি আমাকে এখান থেকে তুলে দেয় আমি চলে যাব।’

ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা রূপক বলেন, ‘ফারুক চৌধুরী যেখানে ঘর নির্মাণ করছেন সেটি সরকারি খাল। সরকারি বিধি মোতাবেক খালে বন্দোবস্ত হয় না। তিনি কিভাবে বন্দোবস্ত নিয়েছেন ওনি জানেন।’

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম নুরুল ইসলাম জানান, ফারুক চৌধুরী ঘরটি দুই বছর আগে নির্মাণ হয়েছে। তার নামে বন্দোবস্ত থাকায় এখানে ঘর করা হয়েছে।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, গোবিন্দশ্রী গ্রামের মাঝির খাল ভরাটের অভিযোগ পেয়েছি। অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

খাল দখল সরকারি খাল দখল

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর