Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২১ ১৬:১২

বরিশাল: বরিশালে সড়ক দুর্ঘটনায় শরীফ শেখ (২০) ও মো. আলামিন (২১) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা দুজনেই জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে চরমোনাই’র মাহফিলস্থলে যাচ্ছিলেন।

নিহত শরীফ শেখ ফরিদপুর জেলার ভাঙা থানাধীন আলগী এলাকার সিরাজ শেখের ছেলে এবং আলামিন একই এলাকার মো. ইউনুসের ছেলে।

নিহতদের স্বজনরা জানায়, শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে একটি ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী শরীফ শেখ ও আলামিন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীফ শেখকে মৃত ঘোষণা করেন এবং আহত আলামিনকে ভর্তি করেন। কিছুক্ষণ পর আলামিনের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান চিকিৎসকরা। পথের মধ্যে তার মৃত্যু হয়।

কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার পরপরই ট্রাক চালক ইয়ার উদ্দিন ও হেলপার রেজাউল করিমকে পুলিশ আটক করে। ঘাতক ট্রাক ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। অভিযুক্ত ট্রাকের চালক ও হেলপারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/একে

মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর