রূপগঞ্জে পি কে হালদারের হাজার কোটি টাকার দলিল উদ্ধার
২৬ ফেব্রুয়ারি ২০২১ ১১:৩০ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৫৮
নারায়ণগঞ্জ: রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) হাজার কোটি টাকা মূল্যের জমির দলিল নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রূপগঞ্জ উপজেলার ভুলতার গাউছিয়া মার্কেট এলাকায় পিকে হালদারের মালিকানাধীন গুদামে অভিযান চালিয়ে প্রায় ১০০টি জমির দলিল উদ্ধার করা হয়। দলিল উদ্ধার করেছেন দুদকের উপপরিচালক সালাউদ্দিনের নেতৃত্বাধীন একটি দল।
দুদক সূত্র জানিয়েছে, এসব দলিলে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে ৭ হাজার ৮০ শতাংশ পরিমাণ ক্রয়কৃত জমি রয়েছে বলে জানা যায়।
অভিযানে অংশ নেওয়া দুদকের এক কর্মকর্তা জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় জমি কিনেছেন আর্থিক কেলেঙ্কারির মূলহোতা পিকে হালদার। এসব দলিল তিনি রূপগঞ্জের এই গোডাউনে লুকিয়ে রেখেছেন বলে খবর ছিল দুদকের কাছে। যার বাজার মূল্য প্রায় এক হাজার কোটি টাকা। বিকেলে আদালত থেকে এসব সম্পদ জব্দের নির্দেশনা আসে। পরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সম্পদের দালিলিক প্রমাণ উদ্ধার করা হয়।
সারাবাংলা /এসজে/এসএসএ