Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবজির দাম এতো কম!

আল হাবিব, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২১ ১১:১৪

সুনামগঞ্জ: শীতকাল। সবজির দাম কিছুটা কম হবে এটাই স্বাভাবিক। তাই বলে এতো কম! ২ টাকা কেজি টমেটো, ফুলকপির দাম প্রতি পিস ৫ টাকা, লাউ ৫ টাকা; মুলার তো দামই নেই! এই অবস্থায় কষ্টার্জিত সবজি নিয়ে বিপাকে পড়েছেন সুনামগঞ্জের কৃষক ও স্থানীয় সবজি ব্যবসায়ীরা।

জেলার কৃষ্ণনগরের সবজি চাষী রেনু মিয়া জানান, অনেক স্বপ্ন নিয়ে সবজির চাষ করেছিলেন। শীতের প্রথম দিকে মোটামুটি দাম পেলেও এখন পানির দামেও বিক্রি করতে পারছেন না।

বিজ্ঞাপন

এখানকার চাষীরা জানান, নৌকা বোঝাই সবজি নিয়ে ভোরবেলায় সুনামগঞ্জ বাজারে যান তারা। বিক্রি নাহলে আবার টেনে আনতে হয় বাড়িতে। অনেকে তো নদীতেই ফেলে দেন এসব সবজি।

বৃহস্পতিবার (২৫ ফেব্রয়ারি) সকালে সবজি বাজারে গিয়ে দেখা যায়, বিভিন্ন ধরনের নৌকা বোঝাই করে টমেটো, ফুলকপি, বাঁধাকপি, লাউ, উড়ি, ডেংগা শাক, মিষ্টি লাউসহ বিভিন্ন ধরনের সবজি নিয়ে বসে আছেন কৃষকরা। বাজারে সবজির দাম কম হওয়ায় ব্যবসায়ীরা লোকশানের ভয়ে সবজি কিনছেন না।

আড়তদাররা জানান, সবজি কিনে কোনো লাভ নাই। বাজারে সবজির দাম নাই। কৃষকদের কাছ থেকে সবজি কম টাকায় কিনলেও শ্রমিকদের মজুরি ও পরিবহন ব্যয়ের পর মুনাফা কিছুই থাকছে না।

সবজি বাজার ঘুরে দেখা যায়, ফুলকপি প্রতি পিস ৩-৬ টাকা, বাঁধাকপি ৪-৫ টাকা, লাউ ৫ টাকা, গাজর ১০ টাকা (কেজি), শিম ১০ টাকা (কেজি), টমেটো ২-৩ (কেজি), মুলা ৪ টাকা (হালি), চিচিঙ্গা ১০ টাকা (কেজি), বেগুন ১৫ টাকা (কেজি) বিক্রি করা হচ্ছে।

সবজি বিক্রেতা আজিজুর রহমান সারাবাংলাকে বলেন, সবজির দাম কমে যাওয়ায় কৃষকরা ক্ষেতে বসে কান্দে আর আমরা বিক্রিতারা দোকানে বসে কান্দি। সবজির দাম কমে যাওয়ায় খুব কষ্টে আছি।

বিজ্ঞাপন

সবজি ক্রেতা লিটন আহমেদ বলেন, শীতরে শুরুর দিকে সকল সবজির দাম বেশি ছিল। এখন তা নেই। আগে ৫০০ টাকার সবজি কিনলেও ব্যাগ ভরতো না। এখন ১০০ টাকার সবজি বস্তায় নিয়ে যাওয়া লাগে।

সবজি বিক্রেতা হামিদ মিয়া জানান, এই বছরের মতো এতো সস্তা সবজি অনেকদিন দেখিনি।

সবজি বাজারের সভাপতি মো.নুরুল মিয়া জানান, কৃষকরা খুব বিপাকে আছে। ক্ষেত করতে তাদের যে টাকা খরচ হয়েছে তারা সেই টাকাও তুলতে পারছে না।

সারাবাংলা/এএম

টপ নিউজ সবজি বাজার সুনামগঞ্জ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর