সুনামগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা
২৬ ফেব্রুয়ারি ২০২১ ০৯:৩৫ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২১ ১১:৩৭
সুনামগঞ্জ: দক্ষিণ সুনামগঞ্জে পূর্ব বিরোধের জেরে দিপু বিশ্বাস (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি ) রাতে উপজেলার জয়কলস গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক রণ বিশ্বাসকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত দিপু বিশ্বাস দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের মৃত লাল মোহন বিশ্বাসের ছেলে এবং ঘাতক রণ বিশ্বাস একই গ্রামের মৃত রমণ বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে পূর্ব বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘাতক রণ বিশ্বাস দিপু বিশ্বাসকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই দিপু বিশ্বাস মারা যান।
খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরে ঘাতক রণ বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ।
সারাবাংলা/এসএসএ