Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৪

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২১ ০৯:১৪ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২১ ১৩:১৬

বগুড়া: ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিরা ক্যান্টনমেন্ট এলাকায় বাস ও সিএনজির সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টায় মাঝিরা ক্যান্টনমেন্ট গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রতন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, বগুড়া থেকে সিরাজগঞ্জগামী শাওন পরিবহনের একটি বাস মাঝিরা ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং অপর একজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

সারাবাংলা/এসএসএ

আহত টপ নিউজ নিহত বগুড়া বাস-সিএনজি সংঘর্ষ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর