রামপুরায় গাজী টয়েজ প্লে স্টেশনের উদ্বোধন
২৫ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৫৩ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২১ ২০:০৪
ঢাকা: দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান গাজী গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গাজী টয়েজ রাজধানীর রামপুরায় চালু করেছে ‘প্লে স্টেশন’। এই প্লে স্টেশন থেকে শিশুদের জন্য সব ধরনের খেলনা বিক্রি করা হবে। শুধু তাই নয়, এই স্টোরে সোনামনিরা খেলনাগুলো দিয়ে খেলারও সুযোগ পাবে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে রামপুরা ডিআইটি সড়কে গুলজার টাওয়ারে (প্রিমিয়ার ব্যাংকের নিচে) ফিতা কেটে গাজী টয়েজ প্লে স্টেশনের শুভ উদ্বোধন করেন গাজী গ্রুপের পরিচালক ও বুয়েটের সহকারী অধ্যাপক সানিয়া বিনতে মাহাতাব। এসময় তিনি পুরো প্লে স্টেশনটি ঘুরে দেখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজী গ্রুপের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের নির্বাহী পরিচালক (ইডি) শেখ মোরশেদুল ইসলাম, গাজী টয়েজের সিএফও আনন্দ চন্দ্র নাহা, হেড অব কমার্শিয়াল দেবাশীষ সাহা, হেড অব অডিট লক্ষণ কুমার সাহা, গাজী ইন্টারন্যাশনালের সিওও আশরাফ উদ্দিন এবং গাজী পাম্পের ডিজিএম মঞ্জুর আহমেদ।
গাজী টয়েজের এই শোরুমে পাওয়া যাবে প্লাস্টিকের তৈরি ঘোড়া, হাতি, জিরাফ, হাঁস, কচ্ছপ, রাইডিং বোটস, বেবি রেল ইঞ্জিন, ডলফিন স্লাইড ও ইনডোর স্লাইডসহ ১৮ ধরনের খেলনা। এছাড়া শিশুদের উপযোগী রেসিং সাইকেল ও শপিং সাইকেলও মিলবে এই স্টোরে।
মালিবাগ থেকে বাড্ডার দিকে যেতে আবুল হোটেল পার হয়ে পেট্রোল পাম্পের বিপরীতে সড়কের সঙ্গে গুলজার টাওয়ারের (প্রিমিয়ার ব্যাংকের) নিচতলায় এই শোরুমটি স্থাপন করা হয়েছে।
গাজী টয়েজ জানিয়েছে, উদ্বোধনের দিন থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দুই হাজার টাকার কম মূল্যের যেকোনো খেলনা কিনলে ৫ শতাংশ এবং দুই হাজার টাকার বেশি মূল্যের খেলনা কিনলে ৮ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে এই গাজী টয়েজ প্লে স্টেশনে।
সারাবাংলা/ইউজে/টিআর
গাজী টয়েজ গাজীয় টয়েজ প্লে স্টেশন প্লে স্টেশন সানিয়া বিনতে মাহতাব