আরও একটি সীমান্ত হাট চালুর প্রস্তাব মেঘালয় রাজ্যের
২৫ ফেব্রুয়ারি ২০২১ ১৬:২৬ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৪৯
ঢাকা: বাংলাদেশ-ভারত বাণিজ্য আরও শক্তিশালী করতে আরও একটি সীমান্ত হাট চালুর প্রস্তাব দিয়েছে ভারতের মেঘালয় রাজ্যের উপমন্ত্রী প্রেস্টন তাইসং। পাশাপাশি বাংলাদেশ-মেঘালয় আন্তর্জাতিক সীমান্তে একটি স্থলবন্দর চালুর প্রস্তাবও দিয়েছে তিনি।
নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) এক বার্তায় এই তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইমরান এখন চার দিনের আসাম ও মেঘালয় সফর করছেন। এই সফরে হাইকমিশনারকে মেঘালয় রাজ্যের উপমন্ত্রী নতুন সীমান্ত হাট ও স্থলবন্দর চালুর প্রস্তাব দিয়েছে।
আসাম ও মেঘালয়ে বাংলাদেশ-ভারত যৌথ ভিত্তিতে যেসব প্রকল্প বাস্তবায়ন করছে, তা সরেজমিনে খোঁজখবর নিতেই হাইকমিশনার দুইটি রাজ্য সফর করছেন বলে বার্তায় জানানো হয়। সফরে মেঘালয় রাজ্যের উপমন্ত্রী প্রেস্টন তাইসং ও আসামের গর্ভনর জগদিশ মুখি’র সঙ্গে সাক্ষাৎ করেন।
সারাবাংলা/জেআইএল/টিআর