৩ মার্চেন্ট ব্যাংকের আইপিও কোটা বাতিল
২৪ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৫৫ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৫৭
ঢাকা: বিধিমালা ভেঙে তিনটি মার্চেন্ট ব্যাংকের আইপিও কোটা সুবিধা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মার্চেন্ট ব্যাংকগুলো হলো- বেঙ্গল ইনভেস্টমেন্টস লিমিটেড, সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড এবং পিএলএফএস ইনভেস্টমেন্টস লিমিটেড (মার্চেন্ট ব্যাংকার্স)।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিএসইসির ৭৬৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও কমিশনের মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএসইসি সূত্র জানায়, তিন মার্চেন্ট ব্যাংকের মধ্যে বেঙ্গল ইনভেস্টমেন্টস লিমিটেড, সিএপিএম এডভাইজরি লিমিটেড এবং পিএলএফএস ইনভেস্টমেন্টস লিমিটেড (মার্চেন্ট ব্যাংকার্স) সিকিউরিটিজ বিধিমালা লঙ্ঘন করেছে। সিকিউরিটিজ বিধিমালা ভঙ্গ করা মার্চেন্ট ব্যাংক তিনটিকে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) কোটা সুবিধা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
এছাড় প্রতিষ্ঠানসমূহ ২০২১ সালের ৩০ জুনের মধ্যে মূলধন ঘাটতি পূরণে ব্যর্থ হলে তাদের মার্চেন্ট ব্যাংকার নিবন্ধন সনদ বাতিলের প্রক্রিয়া শুরু হবে বলেও বিএসইসি সিদ্ধান্ত নিয়েছে।
সারাবাংলা/জিএস/এমআই