Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় আহত ব্যবসায়ীর মৃত্যুতে মামলা

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২১ ১৭:১৫ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২১ ১৭:১৬

নেত্রকোনা: মদন উপজেলায় আহত ব্যবসায়ী হেকিম মিয়া (৫৮) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে মারা গেছেন।

এ ঘটনায় ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে নিহতের স্ত্রী মোছা. সাজু আক্তার বাদী হয়ে ওই রাতেই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত হেকিম মিয়া পৌরসভার চকপাড়ার মৃত মহিম উদ্দিনের ছেলে।

মামলায় উল্লেখ করা হয়, মঙ্গলবার মদন-কেন্দুয়া সড়কের দেওয়ান বাজার রোডে শ্রমিক নেতা হাবিবুরের ভাই শরীফকে মদন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি লিটন বাঙালীর লোকজন রামদা দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন অংশে জখম করে।

এ সময় দেওয়ান বাজারের বাঁশ ব্যবসায়ী হাবিবুরের চাচা হেকিম মিয়া কিল, ঘুষি, লাথিতে আহত হলে পরিবারের লোকজন মদন হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে ময়মনসিংহ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতে তার মৃত্যু হয়।

মদন থানার ওসি মাসুদুজ্জামান জানান, হেকিম মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা গেছেন। এ ঘটনায় তার স্ত্রী মোছা. সাজু আক্তার বাদী হয়ে মঙ্গলবার রাতে ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। লাশের ময়নাতদন্ত চলছে।

সারাবাংলা/এসএসএ

আহত ব্যবসায়ী নেত্রকোনা মামলা মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর