বাংলাক্রাফটের হস্তপণ্য প্রদর্শনী শুরু
২৪ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৪০ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২১ ১৬:২১
ঢাকা: দেশের হস্তশিল্পের অগ্রযাত্রাকে তুলে ধরতে পাঁচ দিনের হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বাংলাক্রাফট)।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে রাজধানীর পান্থপথের ফেয়ার দিয়া কমপ্লেক্সে বাংলাক্রাফটের অফিসে বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এই প্রদর্শনী শুরু হয়। এতে হস্তশিল্পের প্রায় ২০০টি পণ্য স্থান পেয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রদর্শনী চলবে। বাংলাক্রাফটের সভাপতি গোলাম আহসান এই প্রদর্শনীর উদ্বোধন করেন।
এ সময় গোলাম আহসান বলেন, নিজস্ব ভেন্যুতে আমরা এবার প্রদর্শনী আয়োজন করছি। এই দিনটি আমাদের জন্য অনেক কাঙ্ক্ষিত ছিল। প্রদর্শনী আয়োজনের ফলে আমাদের সদস্যদের মধ্যে আরও মেলবন্ধন তৈরি হবে। একইসঙ্গে সদস্যরা তাদের উৎপাদিত পণ্য এখানে প্রদর্শনের সুযোগ পাচ্ছেন। এতে তাদের পণ্যের ব্রান্ডিং সম্ভব হচ্ছে। দেশের হস্তশিল্পের অগ্রযাত্রাও এই প্রদর্শনীর মাধ্যমে দৃশ্যমান হচ্ছে।
তিনি আরও জানান, বর্তমানে সংগঠনটির সদস্য প্রায় ৫০০ রয়েছেন। এর মধ্যে প্রায় শতাধিক প্রতিষ্ঠান বিদেশে হস্তশিল্প রফতানি করে থাকে। বছরে দেশে হস্তশিল্পের অভ্যন্তরীণ বাজার প্রায় ৭ হাজার কোটি টাকার। আর বছরে ২০ মিলিয়ন ডলারের পণ্য বিদেশে রফতানি হয়ে থাকে।
বাংলাক্রাফটের সভাপতি জানান, করোনার সময়ে দেশের হস্তশিল্প রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ৪৮ শতাংশ, যা হস্তশিল্পের অগ্রযাত্রাকেই তুলে ধরছে।
আয়োজকরা জানান, দেশের ঐতিহ্য, সংস্কৃতির বিকাশ ও দারিদ্র বিমোচনের হাতিয়ার হিসেবে সত্তরদশক থেকে জাতীয় অর্থনীতিতে হস্তশিল্প বিশেষ অবদান রেখে আসছে। এই শিল্পের সঙ্গে গ্রাম পর্যায়ের লাখ লাখ কারুশিল্পী জড়িত রয়েছেন। তাদের জীবিকা এই শিল্পের মাধ্যমে নির্বাহ হচ্ছে। শতভাগ দেশীয় কাঁচামাল ব্যবহার করে তৈরি পণ্য রফতানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে হস্তশিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। হস্তশিল্প পণ্য প্রদর্শনীর মাধ্যমে সকল শ্রেণির ক্রেতাদেরকে আমাদের পণ্যের বিষয়ে ব্যাপকভাবে পরিচিত করতে এবং সচেতন করতে সক্ষম হবেন বলে আশা করেন আয়োজকরা।
হস্তশিল্পের এই প্রদর্শনীতে বাহারী রঙের ব্যাগ, কার্পেট, শো পিস ও শাড়ি থেকে শুরু করে সব ধরনের পণ্যই প্রদর্শন করা হচ্ছে।
সারাবাংলা/ইএইচটি/এনএস