Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ফিরলেন ভ্রমণ ভিসায় ইউরোপ যেতে চাওয়া ১৪৮ বাংলাদেশি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২১ ১৪:১২ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২১ ১৯:২০

ঢাকা: ভ্রমণ ভিসায় ইউরোপের দেশগুলোতে যাওয়ার উদ্দেশে দুবাই হয়ে লিবিয়া গিয়েছিলেন ১৪৮ বাংলাদেশি। এক পর্যায়ে সেখানে ধরা পড়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হেফাজতে ছিলেন। অবশেষে সেই ১৪৮ বাংলাদেশি দেশে ফিরেছেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় বিশেষ বিমানে তারা হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে পৌঁছায়। একই ফ্লাইটে লিবিয়ায় বিভিন্ন সময় মৃত্যুবরণকারী সাত প্রবাসী বাংলাদেশির মরদেহ পাঠানো হয়েছে। বেসরকরি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচি সুত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

কর্মসূচির প্রধান শরিফুল হাসান জানান, বুধবার সকাল সাড়ে নয় টায় ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়। এরপর প্রবাসী কল্যাণ ডেস্ক ও আর্মড পুলিশের সহায়তায় (এপিবিএন) সহায়তায় তাদের খাবারসহ জরুরি সহায়তা দেয় ব্র্যাকের একটি দল। এছাড়া আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) তাদের বাড়ি যাওয়ার জন্য প্রত্যেককে অর্থ সহায়তা দিয়েছে। সকালে নামলেও বিমানবন্দরে তাদের আনুষ্ঠানিকতা দুপুর ১ টা পর্যন্ত শেষ হয়নি। এই বাংলাদেশিরা ইউরোপ যাওয়ার উদ্দেশে লিবিয়া গিয়েছিলেন বলে আমরা জেনেছি।

বিমানবন্দের কর্মকর্তারা জানিয়েছেন, লিবিয়া থেকে বাংলাদেশিদের নিয়ে ফ্লাইটিট বেনিনা বিমানবন্দর থেকে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। ফেরত আসা বাংলাদেশিদের বেশিরভাগই ভ্রমণ ভিসায় দুবাই হয়ে ইউরোপের উদ্দেশে লিবিয়া গমন করেছিলেন। প্রতিবছর এভাবে বিপুল সংখ্যক বাংলাদেশি লিবিয়া হয়ে ইউেরাপে যাওয়ার চেষ্টা করে।

সারাবাংলা/জেআর/পিটিএম

ইউরোপ ভ্রমণ ভিসা লিবিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর