Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইকুয়েডরের ৩ কারাগারে সংঘর্ষ, নিহত ৬২

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২১ ১১:৩০ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২১ ১৬:২৫

ইকুয়েডরে পৃথক তিনটি কারাগারে সংঘর্ষের ঘটনায় অন্তত ৬২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও ১২ জনেরও বেশি আহত হয়েছেন। খবর আলজাজিরা।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দেশটির কারাগার কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। কর্মকর্তারা দাবি করেছেন, দেশটির গায়াকিল, কুয়েঙ্কা এবং লাতাকুঙ্গা শহরে কারাগারে আটক থাকা বন্দিদের প্রতিদ্বন্দী দুটি দলের মধ্যে বিতর্কের জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বন্দুক ও ছুরি দিয়ে ওই বন্দিদের হত্যা করা হয়েছে।

ইকুয়েডরের কারা কর্তৃপক্ষের পরিচালক এডমুন্ডো মনকায়ো বলেন, এই দুই দলই আটককেন্দ্রগুলোর মধ্যে অপরাধমূলক নেতৃত্বের পক্ষে অবস্থান নিয়েছিল। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৬২ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

তিনি আরও বলেন, আটককেন্দ্রগুলোতে আবারও শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ পুনঃস্থাপন করা সম্ভব হয়েছে। এক্ষেত্রে ৮০০ অধিক পুলিশ কাজ করেছে।

এদিকে দেশটির পুলিশের জেনারেল কমান্ডার প্যাট্রিসিও ক্যারিলো এক টুইট বার্তায় জানান, এই সংঘর্ষের পিছনে কারাগারে আটক থাকা বড় ধরনের অপরাধীদের ভূমিকা ছিল। এই মুহূর্তে সমস্ত কারাগারে বিধিনিষেধ ও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

সারাবাংলা/এনএস

ইকুয়েডর কারাগারে সংঘর্ষ টপ নিউজ নিহত

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর