পরীক্ষা স্থগিত, তবুও কেন্দ্রে শিক্ষার্থীরা
২৪ ফেব্রুয়ারি ২০২১ ০৯:৩৫ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২১ ১২:২১
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের চলমান ও আসন্ন সকল পরীক্ষা স্থগিতাদেশের পরেও সকালে পরীক্ষা দিতে কেন্দ্রে উপস্থিত হয়েছেন শিক্ষার্থীরা।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাতটা থেকে তিতুমীর কলেজের সামনে নির্ধারিত সময়ে পরীক্ষা দিতে বাংলা কলেজের শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ১২ ঘণ্টা আগে দেওয়া স্থগিতাদেশ কার্যকর হয়েছে কি না সেসব ভ্রান্তি থেকেই শিক্ষার্থীরা পরিক্ষাকেন্দ্রে।
সুলতান মাহমুদ আরিফ নামে এক শিক্ষার্থী জানান, অনেকেই জানে না পরীক্ষা স্থগিত। তাই সাত-সকালে তিতুমীর কলেজের সামনে ফাইলপত্র হাতে বাংলা কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা দিতে আসতে দেখা যায়। অনেকেই এসে ঘুরে গেছেন বলেও জানান তিনি।
এ সময় সকল সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি দেখতে পেয়ে পুলিশ জড়ো হয়ে পরিস্থিতি মোকাবিলা করার প্রস্তুতি নিতে থাকে। এদিকে, পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজ নীলক্ষেত ও তিতুমীর কলেজের সামনে মানববন্ধন হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) ও সরকারি সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে সাত কলেজের অধ্যক্ষদের সভায় সাত কলেজের পরীক্ষা স্থগিতের সিন্ধান্ত নেওয়া হয়।
সারাবাংলা/এএম
কেন্দ্রে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজের পরীক্ষা স্থগিত