Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ কলেজের সব পরীক্ষাও স্থগিত

তিতুমীর কলেজ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২১ ২০:৫৭ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৩০

জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাতটি বড় সরকারি কলেজের সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে। আগামী ২৪ মে থেকে দেশের বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে— শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ঘোষণার পরদিন এ সিদ্ধান্ত নিয়েছে সাত কলেজ।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সাত কলেজের শিক্ষা কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত (ফোকাল পয়েন্ট) ঢাকা কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাত কলেজের সব পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। চলতি সব পরীক্ষাও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ থাকবে। শিক্ষা প্রতিষ্ঠান খুললে ফের পরীক্ষাসহ শিক্ষা কার্যক্রম চালু হবে। এর মাঝে কোনো পরীক্ষা নেওয়া হবে না।

বিজ্ঞাপন

জানা গেছে, আজ মঙ্গলবার সাত কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট তিন জন ডিনকে নিয়ে সভা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এস মাকসুদ কামাল। তিনি সাত কলেজের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। এ সভাতেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়।

এর আগে, সোমবার (২২ ফেব্রুয়ারি) অনলাইন সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, ঈদুল ফিতরের পর ২৪ মে থেকে দেশের সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আবারও শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। তার আগে ১৭ মে আবাসিক হলগুলো খুলবে। খোলার আগে কোনো পরীক্ষা হবে না। যেসব বিশ্ববিদ্যালয় পরীক্ষা ও হল খোলার ঘোষণা দিয়েছিল, সেই সিদ্ধান্তও বাতিল হবে। অবশ্য অনলাইনে ক্লাস চলবে।

এই ঘোষণার পর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের চলমান পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে। এ অবস্থায় সাত কলেজের পরীক্ষার কী হবে, সে বিষয়টি সামনে আসে। সে বিষয়েও আজ সিদ্ধান্ত হলো।

বিজ্ঞাপন

২০১৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এই কলেজগুলোতে মোট শিক্ষার্থী প্রায় দুই লাখ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওপর চাপ কমিয়ে শিক্ষার মান বাড়াতে কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হলেও সমস্যাগুলো এখনো দূর হয়নি। শিক্ষার্থীরা জানিয়েছেন, কলেজগুলোর বড় সমস্যা হলো ঠিক সময়ে পরীক্ষা না নেওয়া এবং দেরিতে ফল প্রকাশ করা। এই সমস্যা নিরসনের দাবিতে বিভিন্ন সময়ে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

সারাবাংলা/টিআর

টপ নিউজ ঢাবি অধিভুক্ত ৭ কলেজ পরীক্ষা স্থগিত সাত কলেজ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর