Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে শিশু চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২১ ১৮:০০

সিরাজগঞ্জ: ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে মাহিম নামে (২৩) দিনের এক শিশু চুরি হয়েছে। চুরি হওয়ার ঘটনায় শিশু ওয়ার্ডে এখন চোর আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে। চুরি হওয়া শিশু উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের ভাদালিয়া গ্রামের চয়ন ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

শিশু ফাহিমের মা শারমিন জানান, ঠাণ্ডাজনিত কারণে ছয়দিন আগে হাসপাতালে ভর্তি হন তিনি। মঙ্গলবার দুপুরে শিশুর কাপড় পরিস্কারের জন্য বাইরে যান। পরে এসে দেখেন ছেলে নেই।

ওই মা বলেন, শিশু ওয়ার্ডের ডাক্তার-নার্সদের অবহেলায় আমার ছেলেটা হারিয়ে গেল।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সাইফুল ইসলাম জানান, বিষয়টি অবগত হয়ে পুলিশকে জানানো হয়েছে।

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা আক্তার জানান, চুরি হওয়া শিশুটি উদ্ধারের চেষ্টা চলছে।

সারাবাংলা/এএম

সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর