Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুধবার বিকেলে পুলিশ প্রধানের সঙ্গে বিএনপির বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২১ ১১:২৪ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২১ ১১:৩৪

ঢাকা: বুধবার (২৪ ফেব্রুয়ারি) পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে বৈঠক করবে বিএনপির একটি প্রতিনিধিদল।

এদিন বিকেল সাড়ে ৪টায় পুলিশ সদর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে সারাবাংলাকে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান।

এর আগে, দেখা করতে চেয়ে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দেয় বিএনপি। দলটির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারের সই করা ওই চিঠি সোমবার (২২ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতরে পাঠানো হয়।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপির উদ্যোগে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচির সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার প্রয়োজনে আলোচনার জন্য পুলিশের মহাপরির্দশকের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামসহ চার সদস্যের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— বিএনপির চেয়ারপারনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কর্ণেল (অবঃ) জয়নুল আবেদীন।

এদিকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন প্রস্তুতির সর্বশেষ অবস্থা জানাতে বুধবার সকাল ১১টায় গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। এতে বক্তব্য তুলে ধরবেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আরও পড়ুন- বুধবার বিকেলে পুলিশ প্রধানের সঙ্গে বিএনপির বৈঠক

সারাবাংলা/এজেড/এসএসএ

আইজিপি টপ নিউজ বিএনপি বৈঠক

বিজ্ঞাপন

টি-২০তে সবার আগে ৮ হাজারে তামিম
৯ জানুয়ারি ২০২৫ ১৫:৪৩

আরো

সম্পর্কিত খবর