শেকৃবিতে ২৪ ঘণ্টার মধ্যে হল ছাড়ার নির্দেশ
শেকৃবি প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২১ ০৮:২১
২৩ ফেব্রুয়ারি ২০২১ ০৮:২১
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) আবাসিক হলে অবস্থান করা শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২২ ফেব্রুয়ারি) এক জরুরি নোটিশে এ আদেশ জানানো হয়।
নোটিশে জানানো হয়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী গত বছরের ১৮ মার্চ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল বন্ধ রয়েছে। বর্তমানে আবাসিক হলে কিছু শিক্ষার্থী অবস্থান করছেন, যা সরকারি সিদ্ধান্তের পরিপন্থী। হলে অবস্থানকারী সকল শিক্ষার্থীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হলো।
উল্লেখ্য, শিক্ষামন্ত্রী আগামী ১৭ মে থেকে আবাসিক হল খোলা এবং ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয় চালুর কথা জানিয়েছেন।
সারাবাংলা/এসএসএ