Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আন্তর্জাতিক অঙ্গনে দেশের পরিচিতি ও সম্মান বৃদ্ধি করে খেলাধুলা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২১ ০০:২১

নারায়ণগঞ্জ: গাজী গ্রু‌পের উপব্যবস্থাপনা প‌রিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা ব‌লে‌ছেন, নিয়মিত খেলাধুলার মাধ্যমে খুব সহজে নিজেকে শারীরিকভাবে ঠিক রাখা যায়। খেলাধুলার সঙ্গে স্বাস্থ্য ও মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সুস্থ দেহ মানেই সুস্থ মন। খেলাধুলা জীবনকে করে সুন্দর। তাছাড়া আন্তর্জাতিক অঙ্গনে দেশের পরিচিতি ও সম্মান বাড়ানোর ক্ষেত্রে খেলাধুলার ভূমিকা অতুলনীয়।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকে‌লে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার পূর্বগ্রাম এলাকায় পূর্বগ্রাম স্পোর্টস অ্যান্ড ইয়ুথ্স ও‌য়েল ফেয়ার ক্লা‌বের উদ্যোগে গাজী গোল্ডকাপ মি‌নি ফুটবল টুর্ন‌ামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা ব‌লেন। ফাইনাল খেলায় জুঁই একাদশ ১-০ গোলে জবা একাদশ‌কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

বিজ্ঞাপন

টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গাজী গোলাম মর্তুজা পাপ্পা ব‌লে‌ন, ‘দেশবি‌রোধী অপরা‌ধী চক্র যা‌তে মাথাচাড়া দি‌য়ে উঠ‌তে না পা‌রে সে‌ ব্যাপা‌রে সবার সতর্ক দৃ‌ষ্টি রাখ‌তে হ‌বে। সবার উচিত দে‌শের মানু‌ষের কল্যা‌ণে কাজ করা।’

অনুষ্ঠা‌নে সভাপ‌তি‌ত্ব ক‌রেন পূর্বগ্রাম স্পোর্টস অ্যান্ড ইয়ুথ্স ও‌য়েল ফেয়ার ক্লা‌বের সভাপ‌তি ও কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সভাপ‌তি মোহাম্মদ জা‌হেদ আলী। অনুষ্ঠা‌নে রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী লী‌গের সা‌বেক সহ-সভাপ‌তি শেখ সাইফুল ইসলাম, আওয়ামী লী‌গ নেতা তা‌বিবুল কা‌দির তমাল, এমা‌য়েত হো‌সেন ও ম‌তিউর রহমান আকন্দ, উপ‌জেলা যুবলী‌গের সভাপ‌তি কামরুল হাসান তু‌হিন, উপ‌জেলা স্বেচ্ছা‌সেবকলী‌গের সভাপ‌তি মাহাবুবুর রহমান মে‌হের, সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, উপ‌জেলা ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক শেখ ফ‌রিদ ভুঁইয়া মাসুম, কা‌য়েতপাড়া ইউনিয়ন প‌রিষ‌দের প্যা‌নেল চেয়ারম্যান মোহাম্মদ বজলুর রহমান, উপ‌জেলা যুব ম‌হিলা লী‌গের সাধারণ সম্পাদক সে‌লিনা আক্তার রিতা, পূর্বগ্রাম স্পোর্টস অ্যান্ড ইয়ুথ্স ও‌য়েল ফেয়ার ক্লা‌বের সাধারণ সম্পাদক কে এম ওবায়দুল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা গাজী গ্রুপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর