Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুলা থেকে ঘরে আগুন, ৩ বছরের শিশুর করুণ মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৪৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আগুনে পুড়ে তিন বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। রান্নাঘরের চুলা থেকে ওই ঘরে আগুন লেগেছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পারুয়া সাহাব্দীনগর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটেছে। মৃত গণেশ দেবনাথ সাহাব্দীনগর গ্রামের বিধান দেবনাথের ছেলে।

রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার লিটন হাওলাদার জানান, রান্নাঘরের চুলা থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে একঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে ৮টার দিকে আগুন প্রায় নেভানো সম্ভব হয়।

আগুন নেভানোর কাজের একপর্যায়ে ফায়ারকর্মীরা জানতে পারেন, এক শিশু নিখোঁজ আছে। পরে নিজ ঘরেই পুড়ে অঙ্গার অবস্থায় শিশুটির মরদেহ পাওয়া যায়। সেটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আগুনে বিধান দেবনাথের ঘরসহ পাঁচ-ছয়টি কাঁচা বসতঘর পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

সারাবাংলা/আরডি/টিআর

আগুন রান্নাঘর থেকে আগুন শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর