Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত

ইবি করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২১ ১৯:১৬

ফাইল ছবি

কুষ্টিয়া: পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চলমান ও অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, সারাদেশের করোনা পরিস্থির কথা বিবেচনায় নিয়ে আগামী ২৪ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান ও অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত করেছে সরকার। এই সিদ্ধান্ত মোতাবেক ইবি’র পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছেন উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম।

বিজ্ঞাপন

এ বিষয়ে ইবি’র রেজিস্ট্রার বলেন, ‘সরকারের পক্ষ থেকে পরীক্ষা স্থগিত করার নির্দেশনা এসেছে। ফলে ইবি প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করা থাকবে।’

সারাবাংলা/এনএস

ইসলামী বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর