Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সূচকের বড় পতনে ডিএসইতে লেনদেন ৭ মাসে সর্বনিম্ন

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৫৭

ঢাকা: পুঁজিবাজারে আবারো বড় দরপতন হয়েছে। দরপতনের পাশাপাশি কমেছে সব সূচক। দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের সাত মাসের মধ্যে সর্বনিম্ন আর্থিক লেনদেন হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) ডিএসইতে মাত্র ৪৬৭ কোটি ৮ লাখ টাকার আর্থিক লেনদেন হয়েছে। এটি আগের ছয় মাস ২৩ দিন বা ১৪০ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২০ সালের ২৯ জুলাই সোমবরের চেয়ে কম লেনদেন হয়েছিল। ওইদিন লেনদেন হয় ৩৯৯ কোটি ৫২ লাখ টাকা।

বিজ্ঞাপন

সোমবার ৩৪৩টি কোম্পানির ১১ কোটি ৫২ লাখ ৯২ হাজার ৫৯৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে মাত্র ২৩টির, কমেছে ২১৯টির এবং ১০১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমানা দাড়াঁয় ৪৬৭ কোটি ৮ লাখ টাকা। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৯৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স ইনডেক্স আগের দিনের চেয়ে ৯০ পয়েন্ট কমে ৫ হাজার ৩৮৫ পয়েন্টে নেমে আসে। ডিএসই শরিয়া সূচক ২০ পয়েন্ট কমে ১ হাজার ২২২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪৮ পয়েন্ট কমে ২ হাজার ৫৭ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে এদিন অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৮৬টি কোম্পানির ৬৮ লাখ ৬৯ হাজার ৪৯৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ২২টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। দিনশেষে সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৫৭ পয়েন্ট কমে ১৫ হাজার ৫৬৪ পয়েন্টে নেমে আসে। এদিন সিএসইতে ৪১ কোটি ৪১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের দিন সিএসইতে ২৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

টপ নিউজ ডিএসই লেনদেন সর্বনিম্ন সূচক পতন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর