৭২ ঘণ্টার মধ্যে হল খোলার ব্যবস্থা নিতে শিক্ষার্থীদের আল্টিমেটাম
২২ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৫১ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২১ ১৮:২৫
আগামী ৭২ ঘণ্টার মধ্যে আবাসিক হলগুলো খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে কর্তৃপক্ষকে আল্টিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই দাবিতে সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে।
সোমবার দুপুর ৪টার দিকে হলগুলো খুলে দেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ শুরু করেন প্রায় তিন শতাধিক শিক্ষার্থী।
১৭ মে খুলছে আবাসিক হল, ভ্যাকসিন না নিলে উঠতে পারবে না কেউ
এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে ঈদ-উল-ফিতরের পর ২৪ মে থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়গুলোতে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে এবং আবাসিক হলগুলো এক সপ্তাহ আগে অর্থাৎ ১৭ মে খুলে দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বক্তব্য প্রত্যাখ্যান করে আগামী হল খোলার জন্য ঢাবি প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটি যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে বলেন তারা।
৭২ ঘণ্টা আল্টিমেটাম প্রদানের বিষয়ে আন্দোলনকারী এক শিক্ষার্থী সারাবাংলাকে জানান, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আমাদের সিদ্ধান্ত আমরাই নেব। ৭২ ঘণ্টার মধ্যে প্রশাসনকে হল খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্তে আসতে হবে। অন্যথায় আন্দোলন চলবে।’
সারাবাংলা/এমআই