পুলিশ প্রধানকে বিএনপির চিঠি
২২ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৪৯ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২১ ১৮:০০
ঢাকা: দেখা করতে চেয়ে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দিয়েছে বিএনপি। দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার সই করা এ চিঠি এরইমধ্যে পুলিশ সদর দফতরে পাঠানো হয়েছে বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
দলীয় সূত্র মতে, বিএনপির উদ্যোগে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচির সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার প্রয়োজনে আলোচনার জন্য মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় পুলিশের মহাপরির্দশকের সঙ্গে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালামসহ চার সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে চান।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা বিজন কান্তি সরকার, বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদীন।
সারাবাংলা/এজেড/একে