২৪ ঘণ্টায় মৃত্যু ৭ জনের, নতুন শনাক্ত ৩৬৬
২২ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৩৭ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৫৮
ঢাকা: দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৬৬ জন, এই সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৬৯২ জন।
এ নিয়ে দেশে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৪৩ হাজার ৭১৭ জনে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৩৫৬ জন। আর সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৯২ হাজার ৫৯ জন।
সোমবার (২২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ২১৪টি পরীক্ষাগারে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১৭টি, জিন-এক্সপার্ট ল্যাব ২৯টি, র্যাপিড অ্যান্টিজেন ল্যাব ৬৮টি। ল্যাবগুলোর মধ্যে সরকারি ল্যাবের সংখ্যা ১৪৬টি, বেসরকারি ল্যাব ৬৮টি।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৫১টি। এর মধ্যে নতুন-পুরনো নমুনা মিলে পরীক্ষা হয়েছে ১১ হাজার ১০৩টি। এ নিয়ে দেশে ৩৯ লাখ ৫৮ হাজার ৭৭৬টি নমুনা পরীক্ষা হলো। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা হয়েছে ৩০ লাখ ৫৯ হাজার ৯৫৮টি, বেসরকারি ব্যবস্থাপনায় ৮ লাখ ৯৮ হাজার ৮১৮টি।
গত ২৪ ঘণ্টায় যেসব নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ৩৬৬টি নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে ৫ লাখ ৪৩ হাজার ৭১৭ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হলো। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৩০ শতাংশ। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যে ৭ জন করোনাভাইরাস সংক্রমণ নিয়ে মারা গেছেন, এ নিয়ে মোট ৮ হাজার ৩৫৬ জনের মৃত্যু হলো। শনাক্তের বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।
একই সময়ে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৬৯২ জন। এ নিয়ে মোট ৪ লাখ ৯২ হাজার ৫৯ জন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৯০ দশমিক ৫০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যে ৭ জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ চার জন, নারী তিন জন। মোট মৃত ব্যক্তির মধ্যে ৬ হাজার ৩২৫ জন (৭৫ দশমিক ৭০ শতাংশ) পুরুষ, ২ হাজার ৩১ জন (২৪ দশমিক ৩১ শতাংশ) নারী
বয়স বিবেচনায় দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৪১ থেকে ৫০ বছর বয়সী একজন, ৫১ থেকে ৬০ দুইজন, ষাটোর্ধ্ব চারজন।
মৃতদের ঢাকা বিভাগে পাঁচজন, রাজশাহীর একজন ও বরিশালের একজন রয়েছেন।
৭ জনের সবাই হাসপাতালে মারা যান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সোমবার দুপুর আড়াইটা পর্যন্ত দেশে মোট ৩৪ লাখ ৪৪ হাজার ৯০৮ জন করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে রোববার (১৮ ফেব্রুয়ারি) পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন মোট ২০ লাখ ৮২ হাজার ৮৭৭ জন।
সারাবাংলা/একে