দেশের সব বিশ্ববিদ্যালয় খুলছে ২৪ মে
২২ ফেব্রুয়ারি ২০২১ ১৪:২৮ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৩০
ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড ১৯) পরিস্থিতিতে বন্ধ থাকা দেশের সরকারি-বেসরকারি সব বিশ্ববিদালয় আগামী ২৪ মে খুলে দেওয়া হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর সাতদিন আগে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘২৪ মে থেকে ক্লাস শুরু হবে। এরপর সব পরীক্ষা নেওয়া হবে। তবে আগের মতোই আগের নিয়মে পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
মন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার আগে ১ লাখ ৩৯ হাজার আবাসিক শিক্ষার্থী করোনার ভ্যাকসিন পাবেন।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘হলগুলো প্রায় এক বছর ব্যবহার করা হয়নি। সেগুলো প্রয়োজনীয় সংস্কার করার থাকলে করে ফেলতে হবে। এ ছাড়া শিক্ষক-শিক্ষার্থী সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।’
বিসিএস পরীক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘করোনা ভাইরাস পরিস্থিতির কারণে যাদের বয়সসীমা শেষ হয়েছে তাদের দুশ্চিন্তার কিছু নেই। বিসিএস পরীক্ষার্থীদের বয়সসীমা বাড়তে পারে।’
কোনো শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকলে তার দায় শিক্ষা প্রতিষ্ঠান নেবে না হুঁশিয়ারি করে মন্ত্রী বলেন, ‘কোথাও কোথাও খবর এসে আবাসিক হলে শিক্ষার্থীরা অবস্থান করছেন। যারা অবস্থান করছেন তাদের অবিলম্বে হল ছেড়ে দিতে হবে।’
দীপু মনি আরও বলেন, ‘অবৈধ শিক্ষার্থীদের হল ছাড়তে হবে। না হলে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলে দেওয়ার জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। আজকে বিকালে সচিবালয়ে সভা হবে, এরপর জানানো হবে সিদ্ধান্ত।’
সারাবাংলা/টিএস/একে