রাজধানীর মানিকনগরে টিনশেড ঘরের আগুন নিয়ন্ত্রণে
সারাবাংলা ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৩৮ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৩৩
২১ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৩৮ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৩৩
ঢাকা: রাজধানীর মানিকনগরের কুমিল্লাপট্টিতে একটি টিনশেড ঘরে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টা সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক সালেহ উদ্দিন।
তিনি জানান, ৯টি ইউনিটের চেষ্টায় বিকেল পৌঁনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে বানিয়েছেন তিনি।
তবে সরেজমিনে দেখা গেছে, প্রায় দুই শতাধিক ঘর পুড়ে গেছে।