Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৪১

মুন্সিগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।

নিহতরা হলেন- শরিয়তপুর জেলার জাজিরা থানার জয়নগর গ্রামের সাত্তার বাঘার ছেলে সুজন বাঘা (২৭) ও একই গ্রামের কাদির হাওলাদারের ছেলে ফরমান আলী (২০)। রোববার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় লৌহজংয়ের খানবাড়ি এলাকার পদ্মাসেতুর টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ঢাকা থেকে দুইটি মোটরসাইকেলে চারজন আরোহী শরিয়তপুর যাচ্ছিলেন। পথিমধ্যে এক্সপ্রেসওয়েতে বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দুইজন মোটরসাইকেল আরোহী। এছাড়াও আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

সারাবাংলা/এএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর