Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২১ ১০:৪৪

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি প্রবেশমুখের সামনে ভোর পাঁচটায় মোটরসাইকেল আরোহী কিবরিয়া (১৬) এবং শ্যামপুর নিউ জনতা মার্কেটের সামনে রাত ১২টায় কাবুল (২৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম সারাবাংলাকে জানান, রাতে কিবরিয়া ও তার বন্ধু সুমন মোটরসাইকেলে করে বাড্ডা থেকে বাসায় ফিরছিল। পথে বিমানবন্দর ভিভিআইপি গেটের সামনে একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। ছিটকে পড়ে গুরুতর আহত হয় কিবরিয়া। তবে সুমনের কোনো আঘাত লাগেনি। দুর্ঘটনার পরপরই খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

এসআই আরও জানান, ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার শহীদ হোসেনের ছেলে কিবরিয়া। থাকতো উত্তরখান বালুর মাঠ এলাকায়। চালাবন এলাকায় একটি মোটর গ্যারেজে কাজ করতো সে। ঘাতক ট্রাকটিকে শনাক্ত করা যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

অন্যদিকে, শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সমরেশ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে সারাবাংলাকে জানান, শ্যামপুর নিউ আয়রন মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় একটি ময়লা বহনকারী ট্রাকের ধাক্কায় আহত হয় কাবুল। পরে, তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। ময়লার ট্রাকটি আটক করা হয়েছে।

এসআই আরও জানান, মৃত কাবুল পরিবারের সঙ্গে শ্যামপুর ধোলাইপাড় এলাকায় থাকত। তার পিতার নাম সালাম খা। সে রাইদা পরিবহনে হেলপারের কাজ করতো। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/একেএম

বিমানবন্দর মৃত্যু শ্যামপুর সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর