Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২১ ০৬:১৪

প্রতীকী ছবি

জয়পুরহাট: কালাই উপজেলার বামনগ্রাম আঁওলার মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় আব্দুস সাত্তার (৬০) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জয়পুরহাট-বগুড়া সড়কে এ ঘটনা ঘটে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আব্দুস সাত্তার বামনগ্রাম গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।

ওসি সেলিম মালিক জানান, উপজেলার মোলামগাড়ি বাজার থেকে সাইকেলে চড়ে বাজার নিয়ে বাড়ি ফিরছিলেন আব্দুস সাত্তার। পথে বামনগ্রাম আঁওলার মোড় এলাকায় বগুড়াগামী একটি ট্রাক সামনের দিক থেকে ধাক্কা দিলে তিনি সাইকেলসহ ট্রাকের নিচে পড়ে যান। এ অবস্থায় চালক দ্রুতগতিতে ট্রাকটি চালিয়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা ধাওয়া করে ট্রাকটি আটক করতে পারলেও চালক-সহকারী পালিয়ে যায়।

এ ব্যাপারে মামলাসহ চালককে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি।

সারাবাংলা/এসএসএ

কালাই উপজেলা নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর