Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুইজন আর পাঁচজন; ডিএমপির নির্দেশনা মানেননি কেউ

উজ্জল জিসান, সিনিয়র করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২১ ০২:১৩ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২১ ০২:৪৫

কেন্দ্রীয় শহিদ মিনার থেকে: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে ‘সংগঠন পর্যায়ে সর্বোচ্চ পাঁচজন আর ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ দুইজনের বেশি প্রবেশ করতে পারবে না’— কড়াভাবে বলা হলেও শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করতে আসা কাউকে এ নিয়ম মানতে দেখা যায়নি। জগন্নাথ হলের সামনের গেট থেকে শহিদ মিনারের প্রবেশ গেট পর্যন্ত পুলিশের বেশ কয়েকটি গেট থাকলেও কোথাও এই নির্দেশনা মানতে বাধ্য করেনি পুলিশ।

বিজ্ঞাপন

সর্বশেষ গত ১৮ ফেব্রুয়ারি ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম শহিদ মিনারে সংবাদ সম্মেলনে বলেছিলেন, ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ দুইজন ও সংগঠন পর্যায়ে সর্বোচ্চ পাঁচ জনকে শহীদ মিনারে প্রবেশ করতে দেওয়া হবে। কিন্তু তার এই কথা স্বয়ং পুলিশ সদস্যরাই পালন করেননি।

আশিকুর নয়ন নামে একজন দর্শনার্থী বলেন, ‘কোথাও বাঁধা দেওয়া হয়নি, তাই সবাই একটার পর একটা গেট পার হয়ে শহিদ মিনারে এসেছি। বাধা পেলে হয়ত এতদূর আসতাম না।’

বাংলাদেশ ছাত্রলীগ ও বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষ থেকে কমপক্ষে ৫০ জন করে নেতাকর্মী এসেছেন ফুল দিতে। কিন্তু পুলিশ কিছু না বলায় তারা সবাই শহিদ মিনারে প্রবেশ করেছেন।

জানতে চাইলে পুলিশের এসআই আসলাম হোসেন জুয়েল বলেন, ‘কাউকে আটকানোর বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। যে যত পারে যাচ্ছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘করোনার সময় করোনা আক্রান্তের ঝুঁকি তো থাকবেই।’

সারাবাংলা/ইউজে/এসএসএ

করোনা টপ নিউজ শহিদ মিনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর