Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ মিনারে স্বাস্থ্যবিধির বালাই নেই

উজ্জল জিসান, সিনিয়র করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২১ ০১:৫৯ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২১ ০৮:২২

কেন্দ্রীয় শহিদ মিনার থেকে: করোনায় স্বাস্থ্যবিধি মানার বালাই নেই কেন্দ্রীয় শহিদ মিনারে। মানুষের ঢল এত চরম পর্যায়ে পৌঁছেছে যে গায়ে গা লাগিয়ে দাঁড়ালেও জায়গা হচ্ছে না। শহিদ বেদীতে ফুল দিতে আসা দর্শনার্থীদের অভিযাগ, পুলিশের সিস্টেমে ত্রুটি থাকার কারণে কেউ সামাজিক দূরত্ব মানছে না।

রোববার (২১ ফেব্রুয়ারি) রাত ১টা ২০ মিনিটের দিকে জগন্নাথ হলের গেট থেকে শহিদ মিনারে প্রবেশ করার সড়কের সামনে পর্যন্ত কাউকে সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি। তবে সড়ক থেকে শহিদ বেদীতে ওঠার সময় থেকে সামাজিক দূরত্ব মানতে দেখা গেছে। কারণ সেখানে দায়িত্ব পালন করছেন স্কাউটস সদস্যরা।

বিজ্ঞাপন

জানতে চাইলে শাহবাগ জোনের অতিরিক্ত উপ কমিশনার এহসান ফেরদৌস বলেন, ‘মানুষের ঢল সামলাতেই হিমশিম খেতে হচ্ছে। সামাজিক দূরত্ব মানতে বাধ্য কীভাবে করবো।’

শাকিল নামে ঢাকা কলেজের একজন শিক্ষার্থী বলেন, ‘পুলিশ পারে না এমন কিছু নেই। তবে সবাইকে পেটাচ্ছে, আটকাচ্ছে, অন্য গেট দিয়ে ঢুকতে বাধা দিচ্ছে, যা মন চাইছে তাই করছে। কিন্তু সামাজিক দূরত্ব মানতে বাধ্য করতে পারছে না। চাইলে তারা এটাও পারেন।’

এদিকে জগন্নাথ হলের সামনে সড়কের গেটে দেখা যায়, যাদের মুখে মাস্ক পরিহিত নেই তাদের বাধ্যতামূলক মাস্ক কিনতে হচ্ছে। এরপর সবাই প্রবেশ করছেন।

সারাবাংলা/ইউজে/এসএসএ

করোনা টপ নিউজ শহিদ মিনার স্বাস্থ্যবিধির বালাই নেই