বায়তুল মোকাররমের সামনে বোমা সদৃশ্য বস্তু উদ্ধারের পর নিস্ক্রিয়
২১ ফেব্রুয়ারি ২০২১ ০১:৩৬ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২১ ০২:০২
ঢাকা: রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের সামনের সড়কে বোমা সদৃশ্য বস্তু উদ্ধারের পর তা নিস্ক্রিয় করেছে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট। তবে সেটি শক্তিশালী ছিল না বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বায়তুল মোকাররমের স্বর্ণের মার্কেটের সামনের সড়কের ফুটপাতে একটি বোমা সদৃশ্য বস্তু দেখে পুলিশকে খবর দেয় কয়েকজন লোক। এরপর পল্টন থানা পুলিশ এসে আশেপাশের সকল লোককে সরিয়ে ফেলে। খবর দেয় বোম ডিসপোজাল ইউনিটকে।রাত সাড়ে ১০টার দিকে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট এসে বোমা সদৃশ্য বস্তুটি পরীক্ষা নিরীক্ষা করার পর তা নিস্ক্রিয় করে।
প্রত্যক্ষদর্শী সারাবাংলা ডটনেটের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবীবুর রহমান বলেন, ‘বোম ডিসপোজাল ইউনিট বোমা সদৃশ্য বস্তুটি নিস্ক্রিয়করণের সময় সামান্য শব্দ হয়েছিল। সেটি দেখতে ঠিক ছোট তিনটি প্যারাসুট তেলের বোতলের ওপর স্কচটেপ দিয়ে মোড়ানোর মতো। তবে ভেতরে কী ছিল তা কেউ দেখতে পায়নি।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে তার ছবি তুলতে দেয়নি পুলিশ।’
এ ব্যাপারে জানতে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর ছিদ্দিক বলেন, ‘বোমা সদৃশ্য বস্তু পাওয়া গেছে এমন খবর পেয়ে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে সেটি বালু দিয়ে ঢিপি বানিয়ে সেখানে নিস্ক্রিয় করে। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত করা হচ্ছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার কাজ চলছে। নিশ্চয়ই কাউকে না কাউকে পাওয়া যাবে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’
বোম ডিসপোজাল ইউনিট সূত্রে জানা গেছে, বোমা সদৃশ্য বস্তুটি ততটা শক্তিশালী ছিল না। সামান্য শব্দ হয়েছে নিস্ক্রিয়করণের সময়।
সারাবাংলা/ইউজে/এসএসএ