Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্বাস্থ্যখাতে বড় সংস্কার প্রয়োজন’

সারাবাংলা ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২১ ২১:৪৬

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. অধ্যাপক আ. ফ. ম. রুহুল হক বলেছেন, ‘উপজেলা পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানো দরকার। স্বাস্থ্যসেবাকে যথাযথ বিকেন্দ্রীকরণ না করা গেলে সাধারণ মানুষ কোনো সুফল পাবে না। ব্যাপক গবেষণা, মানবসম্পদ উন্নয়ন ছাড়া মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে না।’

শনিবার (২০ ফেব্রুয়ারি) সেন্টার ফর গভার্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক ওয়েবিনারে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনিমিক্স-এর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সবুর রচিত “Searching Ways Forward for Bangladesh in the Time of Pandemic: Public Health Sector in Bangladesh” শীর্ষক এক পলিসি ব্রিফে ওয়েবিনারে প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

ওয়েবিনারে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- আইইডিসিআর-এর সাবেক মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন, সিজিএস-এর চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরীসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিজিএস-এর নির্বাহী পরিচালক ও টিভি উপস্থাপক জিল্লুর রহমান।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যসেবায় বেসরকারি খাতেও সরকারের নিয়ন্ত্রণ থাকতে হবে।’

পলিসি ব্রিফিংয়ে অধ্যাপক ড. আব্দুস সবুর বলেন, ‘এ খাতের উন্নতি চাইলে বাজেট বাড়ানোর পাশাপাশি ব্যবস্থাপনায়ও দক্ষতা বাড়াতে হবে। কোভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্যখাতের দুর্নীতি ও অব্যবস্থাপনা অত্যন্ত প্রকট হয়ে ফুটে উঠেছে।’ পলিসি ব্রিফে তিনি কোভিড মোকাবেলায় স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনায় নানা দিক চিহ্নিত করে সংকট মোকাবিলায় কিছু সুপারিশ উপস্থাপন করেন।

বিজ্ঞাপন

ডা. মুশতাক হোসেন বলেন, ‘মহামারি সম্পর্কে আমাদের আরও বেশি সজাগ থাকতে হবে। কারণ, আগামীতে আরও বড় ধরনের মহামারির আশংকা করছেন গবেষকেরা। কোভিড ১৯ থেকে শিক্ষা নিয়ে আগামীর মহামারিগুলো প্রতিরোধের কথা ভাবতে হবে।’

ড. মনজুর আহমেদ চৌধুরী বলেন, ‘আমাদের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কিছুটা স্বেচ্ছাচারিতা রয়েছে। ভুল চিকিৎসার কারণে ক্ষতিগ্রস্তদের আইনত প্রতিকার পাওয়ার ব্যবস্থা নেই। এ নিয়ে ভাবনার অবকাশ আছে।’

অনুষ্ঠানে বক্তারা মহামারি প্রতিরোধ, মানসম্মত চিকিৎসাসেবা এবং স্বাস্থ্যখাতে বড় সংস্কার প্রয়োজন বলে মত দেন।

সারাবাংলা/এমও

মহামারি প্রতিরোধ স্বাস্থ্যখাতে সংস্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর