Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা কি অযোগ্য— প্রশ্ন মাহতাবের

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২১ ২০:৫২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভেতর নেতৃত্বের প্রতিযোগিতা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। তিনি বলেছেন, ‘অনেকে নিজেকে যোগ্য হিসেবে জাহির করার চেষ্টা করছেন। তাহলে বলতে পারি— আমরা যারা আছি, আমরা কি অযোগ্য?’

শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউট প্রাঙ্গণে নগর আওয়ামী লীগ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় মাহতাব এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে মাহতাব নগর আওয়ামী লীগের নতুন কমিটি নিয়ে বিভিন্ন আলোচনার প্রতি ইঙ্গিত করে বলেন, ‘ইতিহাস ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা সমীচীন হবে না। যদি করি, সেটা হবে আত্মঘাতী। লক্ষ্য করা যাচ্ছে, এখন অনেকের মধ্যে নিজেকে যোগ্য হিসেবে জাহির করার একটি প্রবণতা মাথাচাড়া দিয়েছে। সঙ্গত কারণে বলতে পারি, তাহলে আমরা যারা আছি, আমরা কি অযোগ্য? কারও মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে, সেটা দলের নিয়মশৃঙ্খলা মেনে আমাদের জানাতে পারেন। দলের হাইকমান্ডকে অবগত করা যেতে পারে।’

‘একসময় চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে এম এ আজিজ, জহুর আহমেদ চৌধুরী, ইসহাক মিয়া, মানিক চৌধুরী ছাড়া আর কেউ ছিলেন না। তারাই ছিলেন দুঃসময়ে দলের কাণ্ডারী। তাদের একসময় এই নগরীর পথেঘাটে মুসলিম লীগের গুণ্ডাপাণ্ডারা শারীরিকভাবে নির্যাতন পর্যন্ত করেছে। আজ সেই গুণ্ডাদের প্রেতাত্মারা দলে ঢুকে বিরোধ ও বিভ্রান্তি তৈরি করবে— সেটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’

নেতাকর্মীদের বিনয়ী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দলের নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা থাকতেই পারে। তার মানে এই নয় যে আমরা একে অন্যের চরিত্রহনন করব, একে অন্যকে অশ্রদ্ধা করব। যারা এ ধরনের কর্মকাণ্ডের জড়িত, তাদের ভবিষ্যতে বিনয়ী হওয়ার আহ্বান জানাই।’

বিজ্ঞাপন

নগর কমিটির সহসভাপতি চট্টগ্রাম সিটি করপোরেশনের সদ্যবিদায়ী প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, ‘বাংলাদেশ আজ যখন এগিয়ে যাচ্ছে, তখন দেশীয় ও আন্তর্জাতিক নানা ষড়যন্ত্র হচ্ছে। আল-জাজিরা নামে একটি টেলিভিশন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগাণ্ডা চালাচ্ছে। আর এর সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশের রাজনীতিতে পরাজিত শক্তি।’

ফেসবুকে সক্রিয় নেতাকর্মীদের উদ্দেশে সুজন বলেন, ‘আমাদের অনেক নেতাকর্মী ফেসবুকে সারাক্ষণ সক্রিয় থাকেন। কয়জন আল-জাজিরার বিরুদ্ধে পোস্ট দিয়েছেন, সেটা হিসাব করতে হবে। সারাক্ষণ ফেসবুকে সুজন ভাই ভালো, অমুক ভাই শ্রেষ্ঠ— এসব করেন। তারপর পোস্টের নিচে আরেকজন এসে দেয় উল্টাপাল্টা এক কমেন্ট, শুরু হয় ঝগড়া। এই ফেসবুকের ঝগড়ায় যে কত অমূল্য জীবন হারিয়ে গেছে। আজ আপনারা শপথ নিন, ফেসবুকে একজন আরেকজনকে খোঁচা দেবেন না। একই দল, একই নীতি-আদর্শের কর্মী। তাহলে আপনারা একজন আরেকজনকে কটাক্ষ করেন কেন?’

সভায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হলেও আমাদের নতুন প্রজন্মের বড় অংশ মাতৃভাষা বিমুখ। মধ্যবিত্ত ও বিত্তশালী পরিবারের অনেক সন্তানই জানে না একুশ কি? তাদের পরিবারে বাংলা ভাষার চর্চা ও পরিচর্যা প্রায় বিলুপ্ত। এসব পরিবারের অভিভাবকরা ছেলেমেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তির জন্য উদগ্রীব হয়ে থাকেন। অথচ মাতৃভাষা নিয়ে তাদের মধ্যে যদি কোনো হীনমন্যতা থাকে, তাহলে তাদের মধ্যে বাঙালি জাতীয়তাবোধের চেতনা গড়ে উঠবে না। এর ফলে বাঙালি সংস্কৃতির বিকাশও হবে না।’

নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সহসভাপতি নঈম উদ্দীন চৌধুরী ও ইব্রাহিম হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক চসিকের কাউন্সিলর শহিদুল আলম, উপদফতর সম্পাদক কাউন্সিলর জহরলাল হাজারী।

সারাবাংলা/আরডি/টিআর

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ টপ নিউজ মাহতাব উদ্দিন চৌধুরী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর