Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুড়িহাট্টা ট্র্যাজেডি: ২০ পরিবারকে ১ লাখ টাকা দিলেন হাজী সেলিম

স্টাফ করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২১ ২১:০৯

ঢাকা: ২০১৯ সালের আজকের ২০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর চুড়িহাট্টায় ক্যামিকেল গোডাউনে লাগা আগুনে ৭১ জন নিহত হন। এ ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৬৭টি পরিবার। এ সব পরিবারের মধ্যে প্রথম পর্যায়ে ৫ হাজার টাকা করে ২০টি পরিবারকে নগদ ১ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন সংসদ সদস্য হাজী সেলিম।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চুড়িহাট্টার দুর্ঘটনায় নিহতদের ২০টি পরিবারের মাঝে এ নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ৭ আসনের সাংসদ হাজী মোহাম্মদ সেলিম, তার দুই ছেলে কামাল উদ্দিন কাবুল ও সোলায়মান সেলিম।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুড়িহাট্টা অগ্নিকাণ্ডে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবার সংস্থার সভাপতি নাসির উদ্দিন।

এ সময় হাজী সেলিমের ছেলে কামাল উদ্দিন কাবুল বলেন, ‘দুঃখের বিষয় হলো এই দুই বছরেও এ দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত হয়নি। দুর্যোগ মন্ত্রণালয় থেকে হাজী সেলিম সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছেন। আমরা এই এলাকায় ক্যামিকেল ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স দেওয়া থেকে বিরত রাখছি।’

এ সময় তিনি তার ছোট ভাই ইরফান সেলিমের মুক্তির জন্য দোয়া চান।

হাজী সেলিম কথা বলতে না পারায় প্রধান অতিথির বক্তব্য দেন তার ছোট ছেলে সোলায়মান সেলিম। বক্তব্যে তিনি বলেন, ‘আমরা এখন ২০টি পরিবারকে আর্থিক সহযোগিতা করছি, পর্যায়ক্রমে সবাইকে এ সহযোগিতা করা হবে। কারা এ এলাকায় এখনও কেমিক্যাল ব্যবসা করছে তা আমরা চিহ্নিত করতে পারছি না। তবে এখানে হাজী সেলিম সাহেব কাউকেই ক্যামিকেল ব্যবসা করতে দেবেন না।’

তবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কবে নাগাদ এ ব্যবসা এখান থেকে সরানো যাবে তা তিনি বলতে পারছেন না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচ/একে

চুড়িহাট্টা

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর