Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘একুশের পথ ধরেই আমরা আত্মপরিচয়ের অধিকার অর্জন করেছি’

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৪৭

ঢাকা: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বাংলাভাষিসহ সব ভাষাভাষি জাতিগোষ্ঠীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শনিবার (২০ ফেব্রুয়ারি) এক বাণীতে রওশন এরশাদ বলেন, ‘একুশের পথ ধরেই আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, লাল সবুজের পতাকা আর আত্মপরিচয়ের অধিকার অর্জন করেছি। তাই গৌরবোজ্জ্বল প্রেরণার মহিমান্বিত আর চেতনা শানিত করারি শক্তি হল একুশে ফেব্রুয়ারি।’

বিজ্ঞাপন

বিরোধীদলীয় নেতা বলেন, ‘বাঙালির ভাষা, সাহিত্য, সংস্কৃতি তথা যা কিছু মহান সবকিছুতেই একুশের চেতনা বিদ্যমান। বাঙালি জাতিসত্বা বিকাশের যে সংগ্রামের সূচনা হয়েছিল, মুক্তিযুদ্ধের গৌরবময় পথবেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্যদিয়ে তা চূড়ান্ত পরিণতি লাভ করে।’

এসময় ভাষা আন্দোলনে শহীদদের অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশবাসীকে সব ভেদাভেদ ভুলে দেশমাতৃকার সেবায় কাজ করার আহ্বান জানান।

সারাবাংলা/এএইচএইচ/এমও

একুশে ফেব্রুয়ারি রওশন এরশাদ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর